চমৎকার ছবি তোলার ১০ টি সেরা পরামর্শ

ভালো ভিজ্যুয়াল স্টোরিটেলিং এর জন্য আপনার ছবিগুলোকে অধিক মানসম্পন্ন করতে সহজ কিছু পরামর্শ

ডিজিটাল ক্যামেরা পূর্বের যেকোনো সময়ের চেয়ে ছবি তোলাকে অধিক সহজ ও সুলভ করেছে। এর অর্থ এই নয় যে সকল ছবিই ভালো। আপনার ছবিগুলোকে আরও উন্নত করতে এবং পরিশেষে আপনার ভিজ্যুয়াল স্টোরিটেলিং অধিক উন্নত করতে এই সহজ পরামর্শগুলো অনুসরণ করুন। 

আপনার ছবিগুলোর জন্য সঠিক ফরম্যাট বাছাই করুন

ভিন্ন ভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির জন্য ভিন্ন ভিন্ন স্পেসিফিকেশন রয়েছে। আপনার বাছাইকৃত প্ল্যাটফর্মে আপনার ছবিগুলো ভালোভাবে কাজ করছে সেটা নিশ্চিত করতে এখানে আপ-টু-ডেট গাইডের মাধ্যমে স্পেসিফিকেশনগুলো চেক করুন।

ব্যাকগ্রাউন্ড নিয়ে ভাবুন

আপনার ছবিগুলো নিয়ে যত্নসহকারে পরিকল্পনা করুন এবং ব্যাকগ্রাউন্ডে কী আছে তা বিবেচনা করুন। সাদামাটা ব্যাকগ্রাউন্ডই সবচেয়ে ভাল। জটিল ব্যাকগ্রাউন্ড বিভ্রান্তিকর হতে পারে। 

আপনার ছবির বিষয়বস্তু ঠিক রাখতে ব্যাকগ্রাউন্ডে ছবি তোলার স্থানের রাস্তার সংকেত, বাড়ি-ঘর এবং গাছপালা ইত্যাদি উপাদানগুলো বিবেচনায় নিন। আপনি কোনো ব্যক্তির চেহারা না দেখালেও ব্যাকগ্রাউন্ডে এমন কোনো উপাদান থাকতে পারে যা তাদের অবস্থান অথবা পরিচয় প্রকাশ করে দিতে পারে। 

আপনার ছবির বিষয়বস্তুর পরিচয় সুরক্ষিত রাখতে পরামর্শ

কোনো ব্যক্তির পিছন দিক থেকে ছবি তুলুন, তবে তাদের ছায়া যেন তাদের পরিচয় প্রকাশ না করে সেটা নিশ্চিত করুন। চুলের ধরনের মাধ্যমে সেটা প্রকাশ পেতে পারে। তাদেরকে টুপি পরতে বলুন। আপনি কোনো অলংকার বা সনাক্তকারী চিহ্ন ছাড়া কোন ব্যক্তির হাতের ছবিও তুলতে পারেন।

পিছন দিক থেকে কারও পায়ের নিচের অর্ধেক ও পায়ের পাতার ছবি তুলুন, অথবা কয়েকজন মানুষের পায়ের একটি গ্রুপ ছবি তুলুন। 

কোন কিছু ফ্রেমজুড়ে নিয়ে আসা

আপনি যদি কারো পরিচয় প্রকাশ করতে কোন সমস্যা না থাকে তবে ফ্রেম জুড়ে ছবি নেয়া অনুভূতি প্রকাশের সবচেয়ে ভাল উপায়। এতে দর্শকদের দৃষ্টি পুরোপুরি তাদের উপরেই থাকে। হয় এভাবে ছবিগুলো তুলুন অথবা পরবর্তীতে সেগুলো ক্রপ করে নিন। আপনি চুল ক্রপ করতে পারেন, তবে চোখগুলো ঠিক রাখবেন এবং সেগুলোতে যেন ফোকাস থাকে সেটা নিশ্চিত করবেন। 

প্রাকৃতিক আলো ব্যবহার করুন

বাইরে বা বড় জানালার কাছে ছবি তুলুন। এভাবে আপনার ছবিগুলো মসৃণ, প্রাকৃতিক মানের হওয়ার সুযোগ থাকে। ঘরের বাইরে ভাল ছবি পেতে সূর্যের আলোর তীব্রতা বেশি নয় এরূপ সময় তথা সকালে বা বিকেলে ছবি তুলুন। দিনের মাঝামাঝি সময় সূর্যের আলো খুব তীব্র হয়ে থাকে। 

আপনি যদি ঘরের ভিতরে ছবি তুলতে চান, আর যদি অতিরিক্ত আলোর প্রয়োজন হয়, তাহলে নিশ্চিত করুন যে, যে জিনিসের ছবি তুলছেন তার উপর যেন তীব্র আলো না থাকে। বিভিন্ন আলোক উৎস ব্যবহার করুন এবং মুখমণ্ডল আলোকিত করার জন্য সামনে থেকে আলোর একটি উৎস ব্যবহার করুন। 

খোলা জায়গায় ফ্ল্যাশ ব্যবহার করুন

এতে চেহারায় উপর ছায়া পরবে না। ছবি তোলার সময় আপনি হয়তো ঐ ব্যক্তির চেহারা দেখতে পাবেন, কিন্তু ছবিটি তোলার পর তা অন্ধকারাচ্ছন্ন হতে পারে। একটি ছবি ফ্ল্যাশসহ নিন এবং আরেকটি ফ্ল্যাশ ছাড়া। এবার পার্থক্য দেখুন। 

বিভিন্ন কোণ থেকে ছবি তোলার চেষ্টা করুন

সোজাসুজিভাবে তাকিয়ে থাকা ছবি তোলাটা সবসময়ই সহজ। বিভিন্ন উচ্চতা থেকে কোনো বিষয়বস্তুর উপরের দিকে তাকিয়ে বা নিচের দিকে তাকিয়ে ছবি তুলে দেখুন। কিছুটা অতিরিক্ত উচ্চতার জন্য কোনো চেয়ার বা ছোট স্টেপের মইয়ের উপর দাঁড়ান। কোণগুলো ছবিটিকে দেখতে আরও আকর্ষণীয় করে তোলে। বিষয়বস্তু যদি কোনো ব্যক্তি হয় তবে বিভিন্ন কোণ থেকে ছবি তুললে সেটা পরিস্থিতির সাথে মানানসই হওয়ার জন্য ছবিটির মুড পরিবর্তন করতে পারে। 

লিডিং লাইনস

লিডিং লাইনস দর্শককে ছবিটি বিশ্লেষণ করতে এবং গুরুত্বপূর্ণ অংশে মনোযোগ দিতে সাহায্য করে। পথ এবং দেয়াল থেকে শুরু করে প্যাটার্ন পর্যন্ত যেকোনো কিছু লিডিং লাইনস হিসাবে কাজ করতে পারে।

বাম থেকে ডানে

অনেক ভাষার মানুষজন কোন কিছু বাম থেকে ডান দিকে পড়ে। এই কারণে কোন ছবিতে মোশন প্রদর্শিত হলে তা বাম থেকে ডান দিকে প্রবাহমান হওয়ার পরামর্শ দেওয়া হয়। এটি এক ধরনের স্টোরিটেলিং উপাদান তৈরি করে। ছবির ব্যক্তি কোন দিকে হেঁটে যাচ্ছেন দর্শক সেটি নিয়ে বিস্মিত হতে পারে।

গ্রুপ ছবিগুলোর ক্ষেত্রে একটি নতুন পদ্ধতি অবলম্বন করুন।

সেমিনার এবং অনুষ্ঠানের আনুষ্ঠানিক ছবি সব একই রকম মনে হতে পারে। যেমন- মানুষজন সোজাসুজিভাবে, পাশাপাশি দাঁড়িয়ে আছে। কিছু মানুষকে বসিয়ে এবং কিছু মানুষকে দাঁড় করিয়ে ছবি তুলুন। যদি সম্ভব হয় গ্রুপের মধ্যে পারস্পরিক সহযোগিতা অথবা সাহয্যের মনোভাব ক্যামেরা বন্ধী করতে কিছু মজার সেলফি নিন। 

কোনো সভার ছবি তুলতে চাইলে পেছনে দাঁড়িয়ে তুলুন। এতে শ্রোতাদের প্রতিক্রিয়া এবং অনুষ্ঠানের পরিবেশ তুলে ধরা যাবে। এছাড়া এই অনুষ্ঠানের পেছনের সবার প্রচেষ্ঠা তুলে ধরতে অনুষ্ঠানের আগে ও পরের ছবি তুলুন।

ফেসবুকের মাধ্যমে আমাদের কমিউনিটির সাথে যুক্ত থাকুন

সক্রিয় থাকুন এবং আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের বৃহত্তর কমিউনিটির সাথে যুক্ত থাকুন।

Go to Facebook