শর্তাবলী

The Resiliency Initiative (অত:পর “Portal” হিসাবে রেফার করা হয়েছে) -এ স্বাগতম। The Resiliency Initiative Portal-টি একটি উন্মুক্ত এবং মুক্তভাবে অ্যাক্সেস করার মত ডিজিটাল লাইব্রেরি হওয়ার চেষ্টা করছে, যেন রিসোর্সগুলো যথাসম্ভব বেশি দর্শকদের সাথে শেয়ার করা যায়। যেকোনো পণ্য, তথ্য, অথবা পরিষেবা অ্যাক্সেস করা, ব্যবহার করা অথবা গ্রহণ করার পূর্বে সতর্কতার সাথে নিম্নোক্ত শর্তাবলী পড়ুন। পোর্টালটিতে ওয়েবসাইট এবং এর কনটেন্টগুলো রয়েছে যার মধ্যে আছে আর্টিকেল টেক্সট, ডাউনলোড করার মত কনটেন্ট, ছবি, ভিডিও এবং অন্তর্নিহিত ইলাসট্রেশনসমূহ। পোর্টালটির যেকোনো উপাদান অ্যাক্সেস করার মাধ্যমে আপনি এই সকল শর্তাবলী মানতে বাধিত থাকবেন বলে সম্মত হবেন। যেকোনো সময়ে এই সকল শর্তাবলীর অংশবিশেষ আমরা পরিবর্তন, সংযোজন অথবা মুছে ফেলতে পারি, যা পোস্ট করার সাথে সাথে তাৎক্ষণিকভাবেই কার্যকর হবে। প্রতিবার এই পোর্টালটি ব্যবহার করার পূর্বে এই শর্তগুলো পর্যালোচনা করাটা আপনার দায়িত্ব এবং এই পোর্টালটি ব্যবহার করা বজায় রাখার মাধ্যমে, যেকোনো পরিবর্তনের সাথে আপনি সম্মত হোন। The Resiliency Initiative The Resiliency Initiative বলতে বর্তমানে Facebook এর সহায়তায় The Asia Foundation দ্বারা পরিচালিত আঞ্চলিক প্রোগ্রামটিকে বোঝায়। সময়ের সাথে সাথে ওয়েবসাইটটির তত্ত্বাবধায়ক এবং The Resiliency Initiative এর পার্টনারসমূহ বদলাতে পারে এবং যেকোনো পরিবর্তন প্রতিফলিত করতে সাইটটি এবং এই শর্তগুলো আপডেট করা হবে। কোনো প্রশ্ন থাকলে সেগুলো resiliency.initiative@asiafoundation.org -এ জিজ্ঞাসা করুন। কনটেন্ট এবং বুদ্ধিগত সম্পদছবি, ভিডিও, অডিও অথবা Asia Foundation অথবা স্বাধীন অংশীদারদের অধীনস্থ ছবি ব্যতীত, এই সাইটে বিদ্যমান কনটেন্টগুলো আপনি ক্রিয়েটিভ কমনস অ্যাট্রিবিউশন 4.0 ইন্টারন্যাশনাল লাইসেন্স এর অধীনে নন-কমার্শিয়াল কারণে ব্যবহার করতে পারেন। প্রসঙ্গক্রমে কনটেন্টটিতে আরও বেশি মানুষ যেন অ্যাক্সেস পায় এবং আসল উৎসসমূহকে যেন রেফার করা হয় তা নিশ্চিত করতে, সাধারণত, এই সাইট থেকে কোনো উপাদান শেয়ার করা অথবা নেওয়ার সময় Resiliency Initiative-কে কৃতিত্ব প্রদান করাটা জরুরি। নিষিদ্ধ কনটেন্ট একটি উন্মুক্ত, প্রোডাকটিভ, নিরাপদ এবং বিভিন্ন সংস্কৃতি, জাতীয়তা, ধর্ম ও ব্যাকগ্রাউন্ড নির্বিশেষে আমন্ত্রণ করণীয় স্থান হিসেবে পোর্টালটির ডিজাইন করা হয়েছে। The Resiliency Initiative উন্মুক্ত ও মুক্ত সমাজ তৈরিতে অবদান রাখার চেষ্টা করাকালীন সময়ে, যেকোনো কারণে যেকোনো সময়ে ওয়েবসাইট থেকে যেকোনো উপাদান অথবা কনটেন্ট মুছে ফেলার স্বত্ত্বাধিকার আমাদের রয়েছে। পোর্টাল থেকে মুছে ফেলা হবে এমন কনটেন্টের উদাহরণের মধ্যে রয়েছে (কিন্তু সীমিত নয়) যেকোনো কনটেন্ট যা ধর্ম, জাতিগত পরিচয়, জাতীয়তা, ইত্যাদি ভিত্তিক অন্য কোনো গ্রুপের মানুষদের সরাসরি আক্রমণ এবং অবজ্ঞা করে। থার্ড-পার্টি কনটেন্ট resiliencyinitiative.org ডোমেইনের বাইরে প্রয়োজনীয় থার্ড-পার্টি রিসোর্সসমূহ এবং ওয়েবসাইটে লিংক করার মত করে পোর্টালটি ডিজাইন করা হয়েছে। সেই সকল ওয়েবসাইটের প্রাইভেসি প্র্যাক্টিস অথবা কনটেন্টের জন্য The Resiliency Initiative দায়ী নয়। এই ওয়েবসাইট থেকে অন্য যেকোনো ওয়েবসাইটে ভিজিট করলে সেই ওয়েবসাইটগুলোর প্রাইভেসি পলিসিগুলো পড়ার জন্য আমরা আপনাকে উৎসাহিত করি।

ফেসবুকের মাধ্যমে আমাদের কমিউনিটির সাথে যুক্ত থাকুন

সক্রিয় থাকুন এবং আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের বৃহত্তর কমিউনিটির সাথে যুক্ত থাকুন।

Go to Facebook